ঢাকাঃ প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় মামলা দায়ের করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মাহবুবুন নাহার বুধবার মিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। গত ২০ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অভিযোগ উঠেছে, পরীক্ষা শুরুর আগেই এর প্রশ্ন ইন্টারনেটে পাওয়া যাচ্ছিল। গণিত ও ইংরেজির প্রশ্ন হুবুহু মিলে গেছে বলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।