ঢাকা: শিক্ষার্থীরা সেশনজটে পড়লে তার জন্য অর্থমন্ত্রী দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এস এস এম মাকসুদ কামাল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এস এস মাকসুদ কামাল বলেন, “শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা গত আট মাসে কোনো আন্দোলনে যাইনি। আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমাধান করতে। কিন্তু অর্থমন্ত্রী আমাদের একবার আশ্বাস দেন। আবার সেই আশ্বাস সম্পর্কে আর কোনো অগ্রগতির কথা জানান না। এখন অর্থমন্ত্রী বলছেন, শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে তিনি কিছু জানেন না।”
ফেডারেশন মহাসচিব আরো বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ কর্মবিরতি চলবে।”
প্রসঙ্গত, অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে লাগাতর কর্মবিরতি শুরু করেছে শিক্ষকরা।
গত ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে ঘোষণা অনুযায়ী সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে গেলেন শিক্ষকরা।