নরসিংদী: মায়ের কাছে পরীক্ষার ফি আর বেতনের টাকা চেয়ে ব্যর্থ হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তামান্না আক্তার (১৪) নামে এক ছাত্রী।
রোববার সকালে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তামান্না মেহেরপাড়ার মিজানুর রহমানের মেয়ে ও সদর উপজেলার স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বাবার মাছ ধরে জীবীকা নির্বাহ করেন। পুলিশ জানায়, সকালে মায়ের সঙ্গে পরীক্ষায় ফি ও স্কুলের বেতনের টাকা নিয়ে তামান্নার কথা কাটাকাটি হয়। বাবা মিজানুর বাড়ি ফিরে এলে টাকা দেয়ার কথা বলেন তার মা। কিন্তু তাতে রাজি না হয়ে উল্টো মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় ওই স্কুলছাত্রী।
এক পর্যায়ে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে তামান্না। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।