ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের কারণে আবারো এসএসসি ও সমমানের দু’টি পরীক্ষা পেছানো হয়েছে। এর মধ্যে রোববারের পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার এবং মঙ্গলবারের পরীক্ষা ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসায় এ কথা জানান।
উল্লেখ্য, রোববার এসএসসিতে রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত; এসএসসি ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৮) (সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
মঙ্গলবার এসএসসিতে ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে ট্রেড-২ দ্বিতীয় পত্রের (নতুন সিলেবাস) ৩০টি বিষয়, ট্রেড-১ দ্বিতীয় পত্রের (পুরাতন সিলেবাস) ৩১টি বিষয় এবং ভোকেশনাল দাখিলে আরবী-২ (১৭১৪), আরবি-২ (৮৪২৩) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।