জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের ৪র্থ বর্ষ অনার্স বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি কোর্স পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফরম পূরণের সুযোগ থাকবে না।
বিজ্ঞপ্তিতে ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এবং (www.nu.edu.bd/204) থেকে জানা যাবে বলে বলা হয়েছে।