৩৫তম বিসিএসে ২০১৪ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় বিসিএসের সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৩১ জানুয়ারি শুরু হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের সাক্ষাতকারপত্র প্রেরণ করা হবে না। সাক্ষাতকারপত্র পিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুযায়ী পিএসসির অফিসে প্রার্থীকে উপস্থিত হতে হবে।
এবার দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ হাজার ৮৮ জন উত্তীর্ণ হয়েছে।
বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পাওয়া যাবে।