নতুন বছরে হাতে কোনো সিনেমার কাজ নেই বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে দীপিকা অভিনীত এ বছরের শেষ চলচ্চিত্র বাজিরাও মাস্তানি। তারপর দীপিকার হাত একদম খালি। কারণ তিনি অবসরে যাচ্ছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
নতুন বছরে হাতে কেন কাজ নেই এমন প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, ‘এ বছর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। হাতে প্রায় একটাও ফাঁকা দিন ছিল না। পিকু, তামাশা, বাজিরাও মাস্তানি নিয়ে গোটা বছরটা ব্যস্ত ছিলাম। তাই এবার কাজ থেকে একটু অবসর চাই।’
নতুন বছরের ক্যালেন্ডারের পাতা কোনভাবেই ব্যস্ত রাখতে চান না এ অভিনেত্রী। এবার নিজেকে খানিকটা সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে কত দিন তিনি অবসর যাপন করবেন তা জানাননি।