ঢাকা: কয়েক বছর ধরেই ঈদ উৎসব মানেই সিকান্দার বক্সের নিত্য নতুন গল্প আর নানা ঘটনার ঘনঘটা। গত বছর সিকান্দার বক্স গিয়েছিলেন বান্দরবানে। আর এবার ঈদের ছুটিতে তিনি যাবেন রাঙামাটি।
সাগর জাহানের রচনা ও পরিচলনায় ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম এবং তার স্ত্রী চরিত্রে গত বছরের মতই দেখা দেবেন শখ। আগামী মাসের মাঝামাঝি নাটকের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।