সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর লালবাগে নিজ বাসায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর।
বাদ জোহর রাজধানীর লালবাগ হাজী দেওয়ান মসজিদে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাপ্পু বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন হলো তিনি বাসায় অবস্থান করছিলেন। জীবিকার জন্য মাঝে মধ্যে শোতে অংশ নিতেন। দু’একদিনের মধ্যেই চেক আপের জন্য তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল।
বিটিভির ‘শুভেচ্ছা’ ম্যাগাজিন অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যেত। এছাড়া মোল্লা লবণের বিজ্ঞাপন দিয়ে তিনি সবার নজরে আসেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছরের একটি ছেলে রেখে গেছেন।