আলোচিত মডেল নায়লা নাঈম মডেলিং-এর পাশাপাশি স্টেজ শো’তেও অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার পারফর্ম করতে যাচ্ছেন হোটেল গ্রান্ড সুলতান-এ। লাইভ পারফর্মে অংশ নেওয়ার আগে মেতে উঠলেন নাচের রিহার্সেলে।শুধু শুধু নাচের রিহার্সেল করেই ক্ষান্ত হননি তিনি। তা ভিডিও করে ভক্তদের মাঝেও শেয়ার করেছেন। ভক্তরাও লুফে নিয়েছে নায়লা’র নাচের ভিডিও। অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের সৌজন্যে।