ঢাকা: ১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত নতুন ছবি ‘ফাইনডিং ফানি’সবকিছু ঠিকঠাক ছিলো। কিন্তু ভারতীয় সেন্সরবোর্ড ছবিটি মুক্তির আগে দীপিকার একটি সংলাপ বাদ দিলো। ছবির একটি দৃশ্যে দীপিকা বলেন, ‘আমি ভার্জিন’ এ নিয়েই বোর্ডের যত আপত্তি। সেন্সরবোর্ডের মতে ‘ভার্জিন’ শব্দটি নাকি অশ্লীল। তাই এ ছবিতে দীপিকা নিজেকে ভার্জিন প্রমাণ করতে পারলেন না এই বলিউডি অভিনেত্রী।
এদিকে ছবির নির্মাতা হোমি আদাজানিয়া সেন্সরবোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তার মতে এর আগেও এ ধরণের সংলাপ ব্যবহার হয়েছে ভারতীয় চলচ্চিত্রে।