আদ্রিয়ানা লিমা। ব্রাজিলের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বিশ্ব জুড়ে তার খ্যাতি । ১৯৮১ সালে জন্ম নেয়া এই অভিনেত্রী মাত্র ১৩ বছর বয়সে মডেলিং শুরু করেন। ১৬ বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। এলিট মডেল এজেন্সী নামে একটি প্রতিষ্ঠানে যোগ দেন। বিখ্যাত ম্যাগাজিন ভোগ’র প্রচ্ছদের নুড ফটোশুটে বিশ্বব্যাপী আলোড়ন তোলেন তিনি। ২০১৪ সালে হলিউডবাজের জরিপে বিশ্বের সেরা তিরিশ মডেলের তালিকায় উঠে আসে তার নাম। এছাড়া ফোর্বস ম্যাগাজিনের জরিপের বিশ্বের সেরা দশ মডেলদের একজন তিনি।