[ads1]সিরিজের পাঁচ নম্বর ছবি আসতে এখনও বেশ দেরি। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোনস সিরিজের পঞ্চম ছবির মুক্তি পাওয়ার কথা ২০১৯’এ। এর মধ্যেই ‘ডিজনি’র কর্তা বব ইগার জানিয়েছেন, পঞ্চম ‘ইন্ডিয়ানা জোন্স…’এর পরে আরও স্পিন-অফ ছবি বানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে কি ‘স্টার ওয়ার্স ইউনিভার্স’এর মতোই কিছু করার ভাবনা রয়েছে?
বব বলেন, ‘আমার মনে হয় না এটা ‘স্টার ওয়ার্স ইউনিভার্স’এর মাপের কিছু হবে। আপাতত ‘ইন্ডিয়ানা জোনস’এর রি-বুট নিয়েই ব্যস্ত আমরা। এরপর আরও স্পিন-অফ বানানোর ইচ্ছে রয়েছে। মোট কথা, পাঁচ নম্বর ছবিতেই শেষ হচ্ছে না ইন্ডিয়ানা জোনস,’
অবশ্য পরবর্তী ছবিগুলোতে হ্যারিসন ফোর্ডকেই নাম-ভূমিকায় দেখা যাবে কি না, তার উত্তর আর মেলেনি।[ads2]
Prev Post
Next Post