মঙ্গলবার গুলশানের লেডিস পার্কের দারোয়ানের সাথে তর্কে জড়িয়ে শুটিংস্থল ছেড়ে চলে যান মাহি। সকাল থেকে টানা শুটিং এর পরে দুপুরে পার্কের দারোয়ানের সঙ্গে ঝামেলা জড়ান ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। জানা গেছে, দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ শুটিংয়ে মায়ের সঙ্গে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পার্কের সিকিউরিটি রুমটাকে বানানো হয়েছিল মাহির মেকাপরুম। দুপুরের খাবারের বিরতির সময় ‘অস্থায়ী মেকাপরুমে আসেন। এসময় মাহির সঙ্গে বাক বিতণ্ডায় পার্কের নিরাপত্তা কর্মী। এমনকী মাহির মায়ের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন ওই নিরাপত্তাকর্মী। বিষয়টা সহজভাবে নিতে পারেন নি। তাই রাগ করেই মাকে নিয়ে শুটিংস্থল ত্যাগ করেন মাহি। এই ঘটনা ছবির পরিচালক পরে জানতে পারেন। সেই নিরাপত্তারক্ষী পরে মাহির বাসায় গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে বলে জানা যায়।