ঢাকা: এক জীবনে নানা সম্পর্কের পুরুষের সঙ্গ পায় নারী। বাবার শাসন, ভাইয়ের স্নেহ, বন্ধুর সহযোগিতা, প্রেমিকের ভালোবাসা এসব নিয়েই একটা জীবন পার করতে হয়। প্রিয় পাঠক আপনাদের জন্য আমাদের এই নতুন আয়োজন। আসুন জেনে নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর জীবনের পুরুষদের কথা…
পুরুষ হিসেবে বাবা…
বাবা অনেক ফ্রেন্ডলি। তিনি আমার গান খুব পছন্দ করেন। বলতে পারেন আমার জীবনের অনুপ্রেরণা।
ভাইয়ের কথা…
পুরুষ হিসেবে আমার জীবনে তার ভূমিকার কথা বলে শেষ করতে পারবো না। আমার সব কিছু আমার ভাইকে নিয়ে। আমরা এক ভাই-বোন। ও আমাকে খুবই ভালোবাসে। আমার কখন কি প্রয়োজন সব কিছুরই খেয়াল রাখে। আমার গানের ভক্ত সে এবং সমালোচকও।
আরেকজন হলেন আমার নানা। তিনি আমার গানের খুব ভক্ত। আমাকে সব সময় উৎসাহ দেন আরও বেশি বেশি কাজ করার জন্য।
পুরুষ বন্ধু…
আমার জীবনের বন্ধু হিসাবেও আমার ভাইয়ের ভূমিকা অনেক। আমার ভাইয়ের সঙ্গে খুনসুটি থেকে শুরু করে মজা করা এবং সব কিছু শেয়ার করে থাকি।
স্বপ্নের পুরুষ…
ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার স্বপ্নের পুরুষ একজন, যাকে কখনো ভোলা সম্ভব নয়। তিনি হলেন অভিনেতা সালমান শাহ। তার ভক্ত ছিলাম, আছি এবং থাকবো।
প্রেমিক পুরুষ…
এখনো দেখা পায়নি।