‘ফিফটি শেড অব গ্রে’ দেখার সময় অসুস্থতার ওপর নিয়ন্ত্রন রাখতে না পেরে সিনেমা হলের পরিবেশ নষ্ট করে ফেলেন এক নারী। এই কারণে হল কর্তৃপক্ষ দর্শকদের বের করে দিয়ে সিনেমাটির প্রদর্শণ বন্ধ করতে বাধ্য হয়েছেন। যুক্তরাজ্যের মিল্টন কেয়নসে এ ঘটনা ঘটেছে।
সিনেমা হলের এক দর্শক জানান, আমরা ছবির খুব সুন্দর এক মুহূর্তের মধ্যে ছিলাম কিন্তু অতিরিক্ত দূর্গন্ধের কারনে আমরা দৃশ্য উপভোগ করতে পারছিলাম না। তার বমি করার ফলে ফলে সম্পূর্ণ হলটি দুর্গন্ধে ভরে যায়।
অপর এক সূত্রে জানা যায়, ওই মহিলার চিকিৎসার জন্য হল কতৃপক্ষ চিকিৎসকও ডেকেছিল কিন্তু কোন কিছুতেই কোন কাজ না হচ্ছিল না। হলের পরিবেশ এমনভাবেই নষ্ট হয়েছিলো যে হল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব ছিল তৎক্ষণা স্থানটি পরিস্কার করা। তাই সিনেমাটির প্রদর্শণ বন্ধ ঘোষণা করা হয় এবং দর্শকদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
সূত্র: দ্য মিরর