বর্ণবিদ্বেষীর খেতাব জুটল ক্যাটরিনার!

0

00364611তিনি বিদেশি সুন্দরী৷ অভিনয় করতে জানেন না কিন্তু সালমানের জন্যই বলিউডে জায়গা করতে পেরেছেন- এ ধরনের মন্দ কথা নিন্দুকেরা তো বলেই থাকেন৷ কিন্তু এতেও আর থেমে রইল না ব্যাপারটা৷ এবার বর্ণবিদ্বেষীর তকমা জুটল ক্যাটরিনার ভাগ্যে৷ বলিউডে কাজ করা সত্ত্বেও, বলিউড স্টাইলিস্টদের কাজ পছন্দ নয় ক্যাট সুন্দরীর৷ তাই তিনি তাঁর আগামী ছবি ‘ফিতুর’-এর জন্য নিজের হেয়ার স্টাইল ঠিক করতে চলে গিয়েছিলেন লন্ডনে৷ তাতেই খরচ হয়েছে ৫৫ লাখ টাকা৷

এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে৷ বলিউডের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানি ক্যাটরিনাকে একহাত নিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ তিনি বলেছেন, ‘ব্রিটিশরা দেশ ছাড়লেও তাঁদের প্রতি আসক্তি এ দেশের মানুষের কমেনি একটুও৷ দেশের কোন মেকআপ আর্টিস্টকে ৫৫ লাখ টাকা দিতে তাঁদের সমস্যা হয়৷ তাই চুল ঠিক করতে লন্ডনে যান ক্যাট৷’ ক্যাটকে ‘রেসিস্ট’ বলার পাশাপাশি ‘ফিতুর’ ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধেও একই কথা বলেন স্বপ্না৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More