ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের কনসার্টে গাইবেন ফারুক মাহফুজ আনাম জেমস। জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দুপুর ২টায় মঞ্চে উঠবেন এই তারকা। সঙ্গে থাকবে তার দল নগর বাউল। গানে গানে মাতাবেন পুরো কনসার্টটি। কনসার্ট অনুষ্ঠিত হবে ঢাবির মল চত্ত্বরে। এই কন্সার্টটি আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ফারুক মাহফুজ আনাম এমন একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী, যিনি জেমস নামেই ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেন। ভক্তদের কাছে তিনি ‘গুরু’, ‘নগর-বাউল’ নামেও পরিচিত। জেমস বর্তমানে নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ভোকালিস্ট যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল।