 নগ্নতার দৌড়ে পুনম পাণ্ডেকে পিছনে ফেললেন সোফিয়া হায়াত। সম্প্রতি আইস বাকেট চ্যালেঞ্জে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিগবস ৭ খ্যাত সুপারমডেল। পলক ফেলার আগেই টুইটারে ভাইরাল হল সেই ভিডিও। কিছুদিন আগে বরফ-ঠাণ্ডা জলে স্নান সেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন স্বল্পবসনা পুনম পাণ্ডে। ভিডিওতে বিকিনি পরা পুনমকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তকূল। এবার তাঁর চেয়ে আরেক কাঠি সরেস হলেন সোফিয়া হায়াত! সম্প্রতি সম্পূর্ণ নগ্ন হয়ে তিনি এএলএস আইস বাকেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কের তুফান।
নগ্নতার দৌড়ে পুনম পাণ্ডেকে পিছনে ফেললেন সোফিয়া হায়াত। সম্প্রতি আইস বাকেট চ্যালেঞ্জে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিগবস ৭ খ্যাত সুপারমডেল। পলক ফেলার আগেই টুইটারে ভাইরাল হল সেই ভিডিও। কিছুদিন আগে বরফ-ঠাণ্ডা জলে স্নান সেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন স্বল্পবসনা পুনম পাণ্ডে। ভিডিওতে বিকিনি পরা পুনমকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তকূল। এবার তাঁর চেয়ে আরেক কাঠি সরেস হলেন সোফিয়া হায়াত! সম্প্রতি সম্পূর্ণ নগ্ন হয়ে তিনি এএলএস আইস বাকেট চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার পাশাপাশি শুরু হয়েছে বিতর্কের তুফান।
বিগ বস-৭ খ্যাত সুপারমডেলের হঠাত্ এই মতি কেন?
নিন্দুকরা বলছেন, স্রেফ জনপ্রিয়তা বাড়াতেই এমন দুঃসাহসিক হয়েছেন সোফিয়া। তবে সুপারমডেলের নিজস্ব ব্যাখ্যা, নারী শক্তি প্রকাশের পক্ষে সমর্থন জানাতেই তাঁর এই সিদ্ধান্ত।
এই মুহূর্তে বিদেশের পাশাপাশি বলিউডের নামী-দামি তারকারাও বরফজলে স্নানের চ্যালেঞ্জ গ্রহণ করছেন। বিপাশা বসু, সোনাক্ষি সিনহা, সানি লিওনদের মতো তারকারা ইতোমধ্যেই বরফ-জলে ভিজেছেন।।তবে এরা কেউই সোফিয়া বা পুনমের মতো কাণ্ড ঘটাননি।
সোফিয়ার পরেই বরফজলে ভর্তি বালতির নীচে মাথা পাততে লাইনে রয়েছেন গওহর খান, রণদীপ হুডা আর ইদা দি ভিকো। প্রসঙ্গত, আইস বাকেট চ্যালেঞ্জ শুরু হয়েছিল অ্যামাইওট্রফিক ল্যাটেরাল স্কেলোরসিস-এর মতো বিরল রোগের চিকিৎসায় তহবিল গঠনের জন্য।
 
			