বরাবরই খেলা পাগল বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। গত ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০১৪ থেকেই প্রমাণ মেলে তার। আর তাই এর ব্যতিক্রম হয়নি সদ্য শুরু হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ নিয়েও। অনেক শখ করে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫’র সব খেলা বাসায় বসে মজা করে দেখার জন্য ৮৪ ইঞ্চি এলজি ইউএইচডি টিভি অর্ডার করেন গত রোববার এলজি শোরুমে।কিন্তু দূর্ভাগ্যবসত নায়লার বাসায় পৌঁছে দিতে আসলে গাড়ি থেকে নামানোর সময় হাত থেকে পরে ভেঙে যায় নায়লার শখের ইউএইচডি টিভিটি। আর টিভি ভেঙে যাওয়ার সাথে সাথেই বাসায় বসে মাঠের পরিবেশে নায়লার খেলা দেখার স্বপ্নও ভেঙে যায় তার।