অগ্নিলা মূলত গত বছর দেশে বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে নিতান্তই অনুরোধে কয়েকটি নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু তা করতে গিয়ে যে নিজের ছুটি কাটানো বাদ দিয়ে অভিনয় আর বিজ্ঞাপনে কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে উঠতে হবে তা ভাবতেই পারেননি তিনি। অগ্নিলা এর আগে দেশে এসে তানভীর হাসানের নির্দেশনায় ‘গ্রামীণফোন’-এর বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার পরপর দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। গত সোমবার তিনি শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ‘নিহার শান্তি আমলা কেশ তেল’ এবং তারও প্রায় সপ্তাহখানেক আগে তিনি প্রীত রহমানের পরিচালনায় মডেল হিসেবে কাজ করেছেন ‘আরএফএল ইটালিয়ানো’-এর বিজ্ঞাপনে। দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অগ্নিলা বলেন, ‘অমিতাভ ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল। কিন্তু কখনো তার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এই প্রথম কাজ করেছি। অনেক ভালো লেগেছে। আরএফএলের কাজটিও ভালো হয়েছে।’ অগ্নিলা জানান, দুটি বিজ্ঞাপনই মার্চ মাসে প্রচারে আসবে। এদিকে গতকাল বুধবার থেকে অগ্নিলা স্বাধীনতা দিবসের একটি নাটকে কাজ শুরু করেছেন গাজীপুরের পুবাইলে। আল মনসুরের রচনা ও পরিচালনায় অগ্নিলা অভিনয় করছেন ‘মাটির বুকে ঘুমিয়ে আছে’ নাটকে। এ নাটকে তিনি সাঈদ বাবুর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। অগ্নিলা অভিনীত চলতি সময়ের একমাত্র ধারাবাহিক হচ্ছে আলী ফিদা একরাম তোজো পরিচালিত ‘ফ্যামিলি প্যাক’। এটি শিগগরিই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য, ছোটবেলায় অগ্নিলা প্রথম বিজ্ঞাপনে মডেল হন ‘পেপসোডেন্ট’-এর বিজ্ঞাপনে। এরপর তিনি সেই সময়েই কোকা-কোলা, মরটিন, হাবিব ফ্যান, বাটাসহ আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। বড় হয়ে তিনি তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন।
Prev Post