রাজকীয় চেহারার উপস্থাপিকা ও শালীন মডেল মেহের নিগার ক্রিকেটের উন্মাদ সমর্থক। বাংলাদেশের খেলা মানে তার কাছে যে কোন কাজের চেয়ে স্কোর বোর্ড খেয়াল রাখা তার কাছে একটু বেশিই গুরুত্ব পূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট বিগত ৩-৪ বছরের অনেক বেশি অগ্রসর হয়েছে। যা বাংলাদেশের জন্য শুভ বার্তা। যেমন অর্থনীতিতে ভালো একটা অংশ এখন ক্রিকেট থেকে আসে। এবং বাংলাদেশকে এখন মানুষ খুব ভালো ভাবে চিনে। দেশের নাম উজ্জ্বল করেছে সাকিব, মুশফিকরা।
আমার আনন্দটা ক্রিকেট ও ১৬ কোটি মানুষকে নিয়ে, যখন বাংলাদেশ খেলে তখন দেশের সবাই একই সাথে কেউ টিভিতে বা কেউ বড় পর্দায় আবার কেউ স্টেডিয়ামে দেখলেও মনে হয় জেন একইসাথে খেলা দেখছি। যখন ৬ বা ৪ হচ্ছে তখন আমি সহ আসে পাসের বাসার সবাই একই সাথে চিক্কার দিয়ে উপভোগ করি।
মডেলিং প্রফেশন আর ক্রিকেট হচ্ছে পছন্দ। ক্রিকেটকে গুরুত্ব দেই তবে কাজ আরও গুরুত্বপূর্ণ কারন সকলের পরিচয় কাজে। তাই নিজের প্রফেশন বজায় রেখে অন্ন আনন্দ গুলো ভাগ করে নেই।
সকলের উদ্দেশ্যে বলব বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন আর আমার অগ্রযাত্রার সঙ্গি হবেন। আমার জন্য দোয়া করবেন।
সূত্রঃ দি ক্রিকেট গার্ডিয়ান