রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে ৫ ঘণ্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়েছিলো। তল্লাশির নামে ভয়াবহ এ অভিযানের নেতৃত্ব দেয় এসআই মাসুদ শিকদার। প্রাণে বাঁচলেও শনিবার রাতের সে ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না গোলাম রাব্বি।
রাব্বী জানান, “পুলিশ আমাকে রাতভর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। পরিচয় জানার পর মেরে ফেলার হুমকিও দেয় এসআই মাসুদ শিকদার”।
তল্লাশির নামে পুলিশ ভ্যানে ৫ ঘণ্টা বসিয়ে রেখে নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি।
রাব্বি জানান, শনিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়।
রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। সে সময় রাব্বিকে ৫ ঘণ্টা আটকের কথা স্বীকার করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে নির্যাতনের কথা অস্বীকার করেন এসআই মাসুদ।
এসময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর এসআই মাসুদের সমর্থনে কথা বলেন। মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে।
সূত্রঃ সময় টিভি