ঢাকা: চিত্রনায়িকা মৌসুমীর ভক্তের অভাব নেই। সেই ভক্তদের নিয়ে রয়েছে মৌসুমীর মজার সব অভিজ্ঞতা এবং গল্প। তেমনি এক ভক্তের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে টেলিছবি ‘আহা নায়িকা’। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। এ টেলিছবিতে মৌসুমী একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন আর তার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। এছাড়া এ টেলিছবিতে আছেন, রিপন, হিমে হাফিজ প্রমুখ। স্বাধীন প্রোডাকশনের ব্যানারে তৈরি টেলিছবিটি আসছে ঈদে প্রচারের কথা রয়েছে। গাজীপুরের একটি বাংলো বাড়িতে পুরো টেলিছবিটির শুটিং হয়েছে।
টেলিছবিটি নিয়ে মৌসুমী বাংলামেইলকে বলেন, ‘গল্পটি বেশ মজার। আমার জীবনে এরকম অনেক ভক্তের দেখা পেয়েছি। নিজের জীবনে ঘটেছে এরকম কিছু ঘটনাও এ টেলিছবিতে আছে।’