বলিউড বম্ব শেল খ্যাত বিপাশা বসু সম্প্রতি তার ১৫ বছর বয়সকালে মডেলিংয়ের ফটোশুটে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে বিপাশা লেখেন, ‘এতো অল্প বয়সে কাজ শুরু করেছি! ১৫ বছর বয়স, কলকাতায় মডেলিং করছি!’
ছবিটি দেখে মনে হচ্ছে খুব অল্প বয়সেই বিপাশা ক্যামেরার সামনে আধিপত্য করার মতো ব্যাক্তিত্ব অর্জন করেছিলেন। ছবিটি দেখে এ সিদ্ধান্তেও আসা যায় যে, যতই দিন যাচ্ছে বিপাশা বসু আরো সুন্দর হচ্ছেন; প্রতিটি দিন শেষেই যেন তার রুপের ঝলকানি বাড়ছে।