রবীন্দ্রনাথ ও মা: এনটিভিতে আজ ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ ও মা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এ অনুষ্ঠানে রবীন্দ্র রচনায় বিভিন্ন রূপে মা-কে চিত্রিত করেছেন। রবীন্দ্র রচনায় মায়ের প্রসঙ্গটি নিয়েই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। প্রজ্ঞা লাবনীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাদী মহম্মদ, ঝর্না রহমান, মাহিদুল ইসলাম, মুস্তাফা নূর উল ইসলাম।
রবির আলোয়: রবীন্দ্র জয়ন্তীর বিশেষ রবির আলোয় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্র সংগীতশিল্পী শাদি মহম্মদ ও লিলি ইসলাম। রবির আলোয় অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। টেলিফোনে সরাসরি দর্শকরাও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএসের মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারবেন। প্রযোজনা অসিম কুমার শাহা উপস্থাপনা সৌমিত্র শেখর। প্রচারিত হবে বৈশাখী টিভিতে আজ রাত ১১টায়।
এই বাংলায় রবীন্দ্রনাথ: এনটিভিতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘এই বাংলায় রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি হলেন অধ্যাপক আফসার আহমদ, শিল্পী অনিমা রায় ও চঞ্চল খান।
নাটক ‘হঠাৎ দ্যাখা’: এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ। ‘ট্রেনের কামরায় কিরণের সঙ্গে এভাবে হঠাৎ দ্যাখা হয়ে যাবে ভাবেনি অমিত। প্রায় বারো বছর পর। চেনা চঞ্চল মুখটাতে আজ অচেনা গাম্ভীর্য্য। একসময় নিজেই এসে কথা বলে। অমিতের মনে পড়ে স্মৃতি হয়ে যাওয়া সূবর্ণ কিছু সময়। কিরণ বলে, গ্যাছে যে দিন একেবারেই কি গ্যাছে?’ অমিত উত্তর দেয়, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। স্টেশনে ট্রেন এসে থামলে কিরণ ওর বন্ধুদের নিয়ে নেমে যায়। অমিত একলা বসে থাকে। অমিতকে নিয়ে ট্রেন চলে যায় অন্য গন্তব্যে।’
একটুকু ছোঁয়া লাগে: যে গুণী কবির আলোয় আজ বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে, সেই বিশ্বজনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মতিথি। কবি গুরুকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠান ‘স্যান্ডালিনা একটুকু ছোঁয়া লাগে’। আজ রাওয়া কনভেনশন হল থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে এসএটিভি। যৌথ আয়োজনে এসএটিভি ও রাওয়া। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করবে গীতাঞ্জলি। এছাড়া
আবৃত্তি করবেন ইকবাল বাহার চৌধুরী, আহ্কাম উল্লাহ্, শারমিন লাকী, নাজনিন হাসান চুমকী, সামিউল ইসলাম পোলাক। অনন্ত হিরা ও নূনা আফরোজের সঞ্চালনায় সংগীত পরিবেশনা করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, সালমা আকবর, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, অণিমা রায় প্রমুখ।
Prev Post
Next Post