বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নয়া দিল্লিতে। তবে মুম্বাই দম্পতির বন্ধু ও সহকর্মীদের জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আমন্ত্রিত অতিথিরা মঙ্গলবার অসিনও রাহুলের বিয়ের কার্ড পেয়েছেন। সেখানে বিয়ের তারিখ হিসেবে ২৩ জানুয়ারি উল্লেখ করা আছে।
গত আগস্টে রাহুলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানান অসিন। একটি সাক্ষাত্কারে তিনি বলেন, চার বছর ধরে রাহুল ও আমি একটি সম্পর্কের মধ্যে আছি। রাহুল অত্যন্ত নিঃস্বার্থ ও নিরাপদ। আমি তার প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করি। তার আত্মা সবসময় আমার খুশিকে প্রাধান্য দিয়ে থাকে।
২০০৮ সালে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অসিনের। এছাড়াও ‘লন্ডন ড্রিমস’, ‘রেডি’ ও বোল বচ্চন’র মতো ছবিতে অীভনয় করেছেন। সম্প্রতি তাকে ‘অল ইজ ওয়েল’ ছবিতে দেখা গেছে দেখা আছে।
সেখানে তিনি জানান, আমি এবার আমার ব্যক্তিগত জীবনের দিকে গুরুত্ব দিতে চাই। অভিনয় থেকে আমি অবশ্যই বিরতি নেব।