বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এ সময়ের জনপ্রিয় নায়িকারদের একজন। সোনাক্ষী সিনহা সম্প্রতি ব্রাজিলিয়ান নির্মাতা কার্লোস সালডানা পরিচালিত ‘রিও ২’ ছবিতে হিন্দি ডাবিংয়ের সময় জুয়েল চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এবার তিনি এনজিও এর কিছু শিশুদের জন্য এই ছবিটির হিন্দি ভার্সনের একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।
তিনি ছবিটি প্রদর্শনের আগে ও পরে বাচ্চাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা যায়। একটি সূত্রে জানা যায়, হলিউডের ‘রিও ২’ এর হিন্দি ডাবিংয়ের পর থেকে সোনাক্ষী অনেক আনন্দিত। কারণ শিশুদের জন্যই এ ছবিটি তৈরি। বাচ্চারা এ ছবিটি অনেক বেশি উপভোগ করবেন।
২০১১ সালের অ্যানিমেশন ছবি ‘রিও’ ছবিটি হিট হবার পর তৈরি করা হয় ‘রিও ২’। সম্প্রতি থ্রিডি অ্যানিমেশন এর এ ছবিতে কণ্ঠ দেবার পাশাপাশি গানও করেছেন সোনাক্ষী। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ১১ এপ্রিল।