জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি এবার বীরাঙ্গনার বেশে রুপালি পর্দায় হাজির হচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের ‘লাল-সবুজের সুর’ ছবিতে এ চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে এ ছবির দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে…
চিত্রনায়িকা রেসিজনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি এবার বীরাঙ্গনার বেশে রুপালি পর্দায় হাজির হচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের ‘লাল-সবুজের সুর’ ছবিতে এ চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে এ ছবির দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেসি। তিনি ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন- সুব্রত, আবু সাঈদ খান, অর্ণব, ঐশীসহ একঝাঁক শিশুশিল্পী। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। এতে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করছি। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছি, মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী কীভাবে আমাদের মা-বোনদের সম্ভ্রমের ওপর আঘাত করেছিল! এ ছাড়া এতে অভিনয় করার সুযোগ পেয়ে মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য সম্পর্কে ধারণা পেয়েছি। মুক্তিযুদ্ধভিত্তিক এ রকম একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার বিশ্বাস, এ ছবিটি দেখে দর্শক-শ্রোতারা একজন সত্যিকারের বীরাঙ্গনার পাশাপাশি মুক্তিযুদ্ধ সম্পর্কে যথার্থ ধারণা লাভে সচেষ্ট হবেন।’
রেসি নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক ও রুবেল আনুশের একটি করে ছবি রয়েছে। এ ছাড়া, একজন মহিলা প্রযোজকের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘বেশ কিছুদিন খুব ঝামেলার মধ্যে ছিলাম। কদিন আগে আমার ভাইয়ের শ্বশুর-শাশুড়ি গ্যাসের আগুনে পুড়ে মারা যান। এ নিয়ে খুব অস্বস্তির মধ্যে ছিলাম।’ তিনি আরো বলেন, ‘নতুন তিনটি ছবিতে কাজের ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা চলছে। কিছুদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত আলোচনায় পেঁৗছাব। তাই এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। তবে এটা ঠিক, এখন থেকে মৌলিক গল্প ছাড়া নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হব না।’
বর্তমানে রেসি বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে এর কাজ প্রায় শেষের দিকে। মাস দেড়েকের মধ্যেই ছবিটির যাবতীয় কাজ সম্পন্ন হবে বলে জানান রেসি। এ ছাড়াও তিনি আরএফএল-এর নতুন দুটি ও হারপিকের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এখন এগুলোর এডিটিং চলছে। কিছুদিনের মধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।
রেসি অভিনীত ও সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান ও রুবেল।
চিত্রনায়িকা রেসি এ পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘বাজারের কুলি’, ‘স্বামীভাগ্য’, ‘অবুঝ শিশু’, ‘এরই নাম ভালোবাসা’, ‘চেহারা’ ইত্যাদি।