বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। রাত্রির যাত্রী ছবির শুটিংয়ের প্রথম দিন শেষ চিত্রায়নে একটি লিফটিং এর সময় হঠাৎ বেসামাল হয়ে নিচে পরে যায়। এসময় তার মাথায় আঘাত লাগে চার মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন।এবং নাক ও মুখ দিয়ে লবন পানি বের হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে নায়লা নাঈম তার ফেইজবুকে লিখেনঃ
রাত্রির যাত্রী ছবিটির শুটিং শুরু হয়েছে গত রবিবার। এই ছবির ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের আইটেম গানের গানে আবারো দেখা যাবে তাকে।রান আউট ছবিতে আইটেম গান করে বেশ সাড়া ফেলেছেন নায়লা নাঈম ।