[ads1]ঢাকা: গতিসম্রাট শোয়েব আকতারের জীবন নিয়ে যদি চলচ্চিত্র হয় আর সেই চলচ্চিত্রে যদি সালমান খানকে দেখা যায় শোয়েব আকতারের ভূমিকায় তাহলে কেমন হবে? ভাবতেই দুই তারকার ভক্তদের নিশ্চয়ই গায়ে কাঁটা দিচ্ছে। শোয়েব আকতারেরও বিষয়টি নিয়ে কোন আপত্তি নেই। ভারতে এর আগে আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে যদি চলচ্চিত্র হতে পারে শোয়েব আকতার কেন নন? কথাগুলোর সূত্র তৈরি হয়েছে শোয়েবের নতুন একটি খবরে। ভারতের একটি কমেডি শোয়ের বিচারক হিসেবে দেখা যাবে তাকে। সে সূত্রেই সাংবাদিকদের প্রশ্ন, যদি আপনার বায়োপিক নির্মাণ হয়, কেমন হবে? জবাবে শোয়েব জানান, সেটা অবশ্য তিনি জানেন না। তবে তাঁর ভক্তরা যদি তাঁর চরিত্রকে ইনস্পায়ারিং বলে মনে করেন, তবে সিনেমা হতেই পারে। সেটা তাঁর ঠিক করার কথা নয়। তবে তাঁকে বড় পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে তাঁর পছন্দ শুধুই সলমন খানকে।
সুলতানে সালমানের দুর্দান্ত সাফল্যই হয়তো শোয়েবের এ মন্তব্যের কারন। কিন্তু বলিউডে বিগত বেশ কয়েক বছর ধরেই বায়োপিক এবং বাস্তব ঘটনা নির্ভর ফিল্ম তৈরির প্রবণতা বেড়েছে। গতানুগতিক কমার্শিয়াল ছবির তুলনায় ইদানিং কালে এই ধরনের ছবিগুলির ক্ষেত্রে দর্শকদের আকর্ষণ অনেকটাই বেড়েছে। তাই মিলখা সিং, মেরি কম, মহাবীর ফোগটের মত কৃতী খেলোয়াড়দের জীবন পরপর উঠে আসছে বলিউডি চিত্রনাট্যে। [ads2]
ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়েও ছবি হয়েছে৷ ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়েও তৈরি হয়েছে ফিল্ম যা মুক্তির অপেক্ষায় দিন গুণছে। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে আমির খানের ‘দঙ্গল’। তাই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে বলিউডে বায়োপিকের বাজার মন্দ নয়!
তবে মাঠ ও মাঠের বাইরে শোয়েবের যা মেজাজ ও ইমেজ, তাতে নিজের বায়োপিকে সালমানকে ভেবে হয়তো খুব একটা কিছু ভুল বলেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ বার শুধু সালমানের উত্তর আর প্রযোজকের অপেক্ষা।[ads1]