সর্বকালের ইতিহাস ভাঙ্গার পথে বাজরাঙ্গি ভাইজান!

0

bajrangi bhaijanভারত বর্ষের সর্বকালের ইতিহাস ভাঙ্গার পথে রয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’। একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে প্রশংসার করতালি। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ তাই এখনও খবরের শিরোনামে।
জুলাইয়ের ১৭ তারিখ রিলিজ পাওয়ার পর কবীর খান পরিচালিত এই সিনেমা গোটা বিশ্বে ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ভারতের বাজারে এখনও পর্যন্ত ৩১৬.৬৭ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। পঞ্চম উইকএন্ডেও আড়াই কোটি টাকার ব্যবসা করেছে ‘বাজরাঙ্গি ভাইজান’। হালের বলিউড সিনেমায় যা বিরল ঘটনা। কারণ সিনেমা যতই হিট হোক না কেন তিন সপ্তাহের পর কোটি টাকার ব্যবসা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
মনে হচ্ছে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর কাছে কোনও কিছুই আর অসম্ভব নয়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও ব্যবসা করবে সালমানের এই সিনেমা। এখন সবচেয়ে বড় প্রশ্ন বক্স অফিসে ব্যবসার বিষয়ে সর্বকালের সবচেয়ে বড় হিট আমির খানের ‘পিকে’-কে কি হারতে পারবে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’?
‘পিকে’ বক্স অফিসে মোট ৭৩৫ কোটি টাকার ব্যবসা করার রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সল্লুর ভাইজান ভেঙে দেবে পিকে-র রেকর্ড। এ তো গেল বক্স অফিসের সাফল্যের কথা এবার আসা যাক সেলেবদের প্রতিক্রিয়া নিয়ে। অভিনেত্রী রাখি গুলজার বললেন, এই সিনেমার জন্য পরিচালক কবীর খান আর সলমন খানের জাতীয় পুরস্কার পাওয়া উচিত।
‘বাজরাঙ্গি ভাইজান’ দেখে প্রশংসায় পঞ্চমুখ সরোদিয়া ওস্তাদ আমজাদ আলি খান। ছবির অভিনেতা-কলাকুশলীদের প্রশংসা করে তিনি বলেছেন, এই ছবি ভারত-পাক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তিনি আরও বলেন এইধরণের ক্রস বর্ডার ড্রামা তিনি পছন্দ করেন, যেখানে ভারতীয় যুবক সলমন এক পাকিস্তানি বোবা মেয়েকে তার নিজের বাড়ি ফিরে যেতে সাহায্য করেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More