‘কোয়ান্টিকো’ চলছে বেশ সফলভাবে। প্রিয়াংকা চোপড়ারও দম ফেলার ফুরসত নেই। এক সিজন পেরিয়ে দ্বিতীয় সিজনের জন্য এখন কাজ করছেন তিনি। দিনে ১৬ ঘণ্টা কাজ করতে হয় তাঁকে। হলিউডি ছবিতেও কি এবার নাম লেখাতে যাচ্ছেন তিনি? এনডিটিভির সঙ্গে আলাপে জানিয়েছেন, হলিউডের ছবিতে তিনি অভিনয় করতে পারেন; তবে শর্ত আছে! কী সেই শর্ত?
জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর বক্তব্য, ‘গত পাঁচ বছর ধরেই যুক্তরাষ্ট্রে আমার একজন এজেন্ট রয়েছেন। তবে সেটাই শেষ কথা নয়, কারণ আমি আমার নিজের ইচ্ছা ও শর্ত অনুযায়ী কাজ করি। হিন্দি ছবির জগতে আমি একজন তারকা, আর অন্য কোথাও নিজেকে ঠিক নতুন করে প্রমাণ করে দেখানোর কোনো তাড়া নেই আমার। আমি হলিউডে কেবল তখনই ছবি করব, যদি দেখি কোনো ছবিতে আমার ভীষণ আগ্রহ হচ্ছে।’
সেই বিশেষ আগ্রহ হলে পরিশ্রমের ব্যাপারে আপত্তি নেই প্রিয়াংকার। নিজের প্রোজেক্ট নিয়ে নাকি কঠোর পরিশ্রম করতে ভালোই লাগে তাঁর। ‘আমি কাজ করছি, কঠোর পরিশ্রম করছি এবং অর্থ উপার্জন করছি। দিনে ১৬ ঘণ্টা কাজ করি, রাতে ঘুমাই না। আমার কোনো ছুটির দিন নেই, জন্মদিন নেই বা দিওয়ালি নেই!’
এ প্রসঙ্গে দীপিকার কথা আসে। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন। কিছুদিন আগে দীপিকা জানিয়েছিলেন, বলিউডে নাকি তাঁর প্রথম বন্ধু ছিলেন প্রিয়াংকা চোপড়া। সেই প্রিয়াংকা তো এখন অনেকটাই তাঁর প্রতিদ্বন্দ্বী! এ নিয়ে অবশ্য খুবই সহজ এবং কৌশলী প্রিয়াংকা, ‘আমাদের (দীপিকা ও প্রিয়াংকা) অনেক কমন বন্ধু রয়েছে। আমরা প্রায়ই রাতে একসঙ্গে খেতাম, সিনেমা দেখতে যেতাম। আর আমার প্রায় সব সহকর্মীর সঙ্গেই তো আমার বন্ধুত্ব আছে।’
সবশেষে সাফল্য নিয়ে প্রিয়াংকার কথা, সাফল্যের জন্য চাই পরিশ্রম এবং ধারাবাহিকতা, ‘সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। আপনি তখনই সফল, যখন আপনি ধারাবাহিকভাবে সফল’, বলেন তিনি।
কাশিবাই চরিত্রে প্রিয়াংকা চোপড়াকে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।