দক্ষিণী ছবির সেনসেশনাল নায়িকা হিসেবে তাঁর নাম রয়েছে একেবার প্রথম সারিতে। বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পায়ের তলায় শক্ত জমি খুঁজে নিয়েছেন বলে দাবি তাঁর। এহেন শ্রিয়া শরণ নাকি মিডিয়ার ওপর ভারি বিরক্ত।
কেন জানেন?
আসলে প্রচুর অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করেন তিনি। সে কারণেই এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, হাতে কোনও ছবি নেই বলেই কি এত শো-তে পারফর্ম করছেন তিনি? এহেন প্রশ্ন শুনে বেশ রেগে যান নায়িকা। তাঁর কথায়, ‘নাচতে আমি ভালবাসি। আর এসব অনুষ্ঠানে আমাকে নাচের জন্য আমন্ত্রণ জানানো হয়।’
শ্রিয়ার শেষ ছবি ‘দৃশ্যম’-এর বক্স অফিস রেজাল্ট ভাল নয়। তাঁর নেক্সট প্রজেক্ট এখনও কনফার্ম নয়। তাই অনেকেই বলছেন, এহেন প্রশ্ন তো স্বাভাবিক। সত্যিই যদি হাতে কাজ থাকত, তা হলে কি এত রেগে যেতেন শ্রিয়া?
কেন জানেন?
আসলে প্রচুর অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করেন তিনি। সে কারণেই এক সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, হাতে কোনও ছবি নেই বলেই কি এত শো-তে পারফর্ম করছেন তিনি? এহেন প্রশ্ন শুনে বেশ রেগে যান নায়িকা। তাঁর কথায়, ‘নাচতে আমি ভালবাসি। আর এসব অনুষ্ঠানে আমাকে নাচের জন্য আমন্ত্রণ জানানো হয়।’
শ্রিয়ার শেষ ছবি ‘দৃশ্যম’-এর বক্স অফিস রেজাল্ট ভাল নয়। তাঁর নেক্সট প্রজেক্ট এখনও কনফার্ম নয়। তাই অনেকেই বলছেন, এহেন প্রশ্ন তো স্বাভাবিক। সত্যিই যদি হাতে কাজ থাকত, তা হলে কি এত রেগে যেতেন শ্রিয়া?