দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সালমান খান। বুধবার বিকেলে এ আদেশ দেন মুম্বাই হাইকোর্ট।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সিনিয়র আইনজীবী হরিশ স্লেভ হাইকোর্টে সালমানের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। ১০ মিনিটের নোটিশে সেখানে যোগ দেন সালমান। এরপর তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেওয়া হয়।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়িচাপায় মারা যান এক পথচারী। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ উঠে এ তারকার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের সবই প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়।