নতুন ধারার প্রোডাকশন হাউস আঈমান প্রোডাকশন এর নতুন মডেল হিসেবে কাজ করবেন তানজিনা খন্দকার মৌ (মিদলি)।
সম্প্রতি আঈমান প্রোডাকশন এর সঙ্গে তানজিনা খন্দকার মৌ চুক্তিবদ্ধ হয়েছেন।
আঈমান প্রোডাকশন এর চেয়ারম্যান ও সিইও সঙ্গীত শিল্পী ফারদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারদিন জানান, তানজিনা খন্দকার মৌ আঈমান প্রোডাকশন এর নতুন মিউজিক ভিডিও ‘মিথ্যে ভালবাসা-২’ ও ‘তুমি নাই, তুমি নাই’ এ মডেল হিসেবে কাজ করবে।
এছাড়াও আঈমান প্রোডাকশন এর টেলেফিল্ম ” ভালবাসি কথাটি বলা হল না”তেও অভিনয় করবে মৌ।
এ বিষয়ে তানজিনা খন্দকার মৌ বলেন, ফারদিন ভাই আমার প্রিয় একজন সঙ্গীত শিল্পী। ফারদিন ভাই এর প্রতিটি গানই আমার ফেভারিট। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল মডেলিং ও অভিনয় করবো। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আঈমান প্রোডাকশন এর চেয়ারম্যান ও সিইও সঙ্গীত শিল্পী ফারদিন ভাই। আমি ফারদিন ভাই এর কাছে অনেক কৃতজ্ঞ। আমাকে আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করায়।
ইতিমধ্যে দেশের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিও ‘মিথ্যে ভালবাসা-২’ ও ‘তুমি নাই, তুমি নাই’ এর কাজ চলছে।