ইমরানের নকল মিউজিক ভিডিও নিয়ে নিন্দার ঝড়

0

Imranঢাকা: রাশিয়ান শিল্পীর মিউজিক ভিডিও নকল করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান। রাশিয়ান শিল্পী এলভিরা টি’র ‘ভিসিও রেশেনো’ গানটির হুবহু কপি করেছেন তার ‘ফিরে আসো না’ মিউজিক ভিডিওতে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনা ও নিন্দার ঝড়।

২৮ এপ্রিল গানটি রিলিজ পায় ইউটিউবে। মুক্তির পরপরই দর্শকমহল থেকে অভিযোগ আসে নকলের। গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পরার পর মুখে একরকম কুলপ এঁটে ছিলেন ইমরান। অবশেষে আজ মুখ খুললেন তিনি। নিজের সাফাই গাইলেন, ‘এসব কিছু নয়। এর চেয়েও অনেক বড় নকল হয়েছে আর এরকম ভিডিও বানানো এখানে এই প্রথম নয়। অনেক কিছুই আছে যা হুবহু নকল করে বানানো হয়।’

ইমরানের এমন দায়সারা মন্তব্যে এবার চটেছেন সঙ্গীতবোদ্ধারা। তবে, এ ধরণের নকলের অভিযোগ এবারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে এমন অভিযোগ এসেছে আরো অনেক শিল্পীর বিরুদ্ধেই।

এ প্রসঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাকসুদ জানিয়েছেন, ‘নকল বলে কেও যেন পার না পায়-এটা সিম্পলি চুরি আর চুরি অপরাধ ও পাপ-সেটাকে ‘জুনিয়র’ বা ‘সিনিয়র’ করলো কিনা সেদিকে না গিয়ে আমার মনে হয়ে এখন সময় এসেছে সব নকলের একটা তালিকা করার। তাতে আগের সিনিয়রদের তথাকথিত ‘তারকা’ ও ‘লিজেন্ড’ দের পাপ মানুষ অবহিত হোক। বহু বিদেশী গানের সুরে ‘হিট গান’ করেছেন ইনারা যাতে সুর সৃষ্টির বা ‘সুরকার’ দায়িত্ব নিচ্ছে এই সকল ‘সিনিয়র’ শিল্পীরা। এমন কি আমাদের প্রিয় ও পবিত্র মাতৃভূমি বাংলাদেশ নিয়েও গান আছে চুরি করা সুরে। চোরকে চোর বলা কোনো অপরাধ না-কিন্তু চুরি করে সিনা চুরির যে প্রবণতা তা ঠেকানোর এক মাত্র পথ-এই লিস্ট যদি আমরা করতে পারি ও জনগণ তথা সংগীত প্রেমিদের হাতে তুলে দিতে পারি তাহলে আসলেই সংগীত ইন্ডাস্ট্রির জন্য এক বড় সফলতা চলে আসবে।’

উল্লেখ্য, সমালোচিত হলেও দর্শকরা কিন্তু এখনো্ হুমড়ি খেয়েই দেখছে ইমরানের মিউজিক ভিডিওটি। এপর্যন্ত ইউটিউবে প্রায় দুই লাখ এক চল্লিশ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে।

Imran

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More