২০১১ সালের কথা মনে আছে? সেবার ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন বলে কথা দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রঅ পুনম পাণ্ডে। যিনি বিতর্কিত মন্তব্য বা সাহসী পোশাকের সৌজন্যে যিনি প্রায়ই শিরোনামে থাকেন। এ বার তার পথ ধরেই নগ্নতা বাজি রেখে এক প্রতিযোগী এলেন শিরোনামে। তার নাম কান্দিল বালোচ। সোশাল মিডিয়ায় যিনি পাক-পুনম নামেই বেশি পরিচিত।
বলে নেয়া ভালো ২০১১ সালে ধোনি বাহিনির হাতেই উঠেছিল বিশ্বকাপ। তবে বিসিসিআই পুনমকে অনুমতি না দেয়ায় পুনম তার কথা রাখতে পারেন নি। পাকিস্তানি মডেল, অভিনেত্রী কান্দিল এবার জানিয়েছেন, চলতি টি ২০ বিশ্বকাপে আফ্রিদির পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তা হলে নগ্ন হয়ে নাচবেন তিনি!
ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে কান্দিল বলেছেন, মেরি জান আফ্রিদি। আমি তোমার জন্য সব কিছু করব। শুধু তুমি এ বার ইন্ডিয়াকে হারিয়ে দাও। আমি তোমার জন্য স্ট্রিপ ডান্স করব।
কান্দিলের এই বিস্ফোরক মন্তব্যের পর ঝড় উঠেছে ওয়েব দুনিয়ায়।