বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

0

hasinaবৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭-তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোপালগঞ্জের টুংঙ্গীপাড়া যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় জানাগেছে, ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌর্ধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবেন। বেলা পৌঁনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ ও আলোচনা সভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরে একই স্থানে বইমেলার উদ্বোধন ও সেলাইমেশিন বিতরণ করবেন। দুপুর ১টায় তিনি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু ভবনে নামাজ ও মধ্যাহৃ বিরতি করবেন। বেলা ৩টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এ দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদেরও আসার কথা রয়েছে বালে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিশু সমাবেশের জন্য তৈরি করা হয়েছে বিশালাকৃতির প্যান্ডেলও।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। তাই পুরো টুঙ্গীপাড়ায় নিরাপত্তা বলায় সৃষ্টি করা হবে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More