সম্প্রতি ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়েলটি শোর প্রস্তাব ফিরিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন ইভলিন। নিরজ পাঠকের পরিচালনায় এক ছবিতে ইভলিন অভিনয় করছেন। এছাড়াও অভিনয় করছেন সানি দেওল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ারসি প্রমুখ। গত সোমবার এ ছবির একটি নতুন আইটেম গান যোগ হয়েছে। আর তাতে আইটেম গার্ল রূপে দর্শকদের সামনে আসছেন ইভলিন। এখানে প্রায় ৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করেছেন ইভলিন।
এর আগে অনেক গানে পারফরম করলেও এটিই তার প্রথম আইটেম গান। নতুন এই আইটেম গানে পারফরম প্রসঙ্গে ইভলিন বলেন, আমি প্রথমবারের মতো সুরুজ খানের সঙ্গে কাজ করলাম এই গানটির মাধ্যমে। তাই অনেক ভাল লেগেছে। বরাবরের মতো আবেদনময়ী রূপেই এই আইটেম গানে দর্শকরা আমাকে আবিষ্কার করতে পারবেন।