বাংলাদেশের কোন টিভি চ্যানেলের মালিক কে?

0

all-bd-tv-logo-1বাংলাদেশ সরকারের ৩ টি টিভি চ্যানেল ছাড়াও বেশ কয়েকটি বেসরকারী চ্যানেল সম্প্রচারে রয়েছে। আরো বেশ কিছু চ্যানেল লাইসেন্স পেলেও এখনো সম্প্রচারে আসেনি। আবার কিছু চ্যানেল বন্ধ রয়েছে। বর্তমান সরকারের আমলে বেশ কিছু টিভি চানেল লাইসেন্স পায়। এখন আমাদের দেশে বেসরকারী টিভি চ্যানেল অনেক। কিন্তু কোন চ্যানেলের মালিক কে- তা কি জানেন? তাহলে জেনে নিন-

১) ইনডিপেনডেন্ট টিভি: সালমান এফ রহমান।

২) ৭১ টিভি: সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ।

৩) দেশ টিভি: সাবের হোসেন চৌধরী (এমপি) কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর।

৪) বৈশাখী টিভি: ব্যাবসায়ী গ্রুপ ডেসটিনি। কিন্তু চালাচ্ছেন সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল।

৫) গাজী টিভি: গাজী গোলাম দস্তগীর(এমপি)।

৬) বাংলাভিশন: সব চাইতে বেশি শেয়ার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার।

৭) চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর (সাংস্কৃতিক কর্মী)

৮) এটি এন বাংলা: মাহফুজুর রহমান। চালাচ্ছেন সাংবাদিক জ.ই. মামুন।

৯) এটি এন নিউজ: চালাচ্ছেন মুন্নী সাহা।

১০) মোহনা টিভি: কামাল মজুমদার (এমপি)।

১১) সময় টিভি: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই।

১২) চ্যানেল ২৪: হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

১৩) এন টিভি: মোসাদ্দেক হোসেন ফালুর।

১৪) দিগন্ত টিভি: জামাত নেতা মীর কাশেম আলী। এটি এখন বন্ধ রয়েছে।

১৫) ইসলামীক টিভি: খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার। এটিও এখন বন্ধ আছে।

১৬) বিটিভি: সরকারী টিভি।

১৭) চ্যানেল ১: এখন বন্ধ। মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস ও গিয়াসুদ্দিন মামুন।

১৮) আরটিভি: বেঙ্গল গ্রুপের মোরশেদুল ইসলাম (এমপি)

১৯) এস এ টিভি: এস এ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমদ

২০) চ্যানেল ৯: বি এন পি ঘরোনার এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের সৈয়দ আশরাফের ভাবি।

২১. একুশে টিভি : একুশে টেলিভিশনের মূল উদ্যেক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ। একুশে টেলিভিশনের ৭০ ভাগ মালিকানা টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামের। বাকী ৩০ ভাগের মালিকানা আগের ১৩ জন উদ্যোক্তাদের মধ্যে ৬ জনের ৫ ভাগ করে। তারা হচ্ছেন, রউফ চৌধুরি (রেংগস গ্রুপ), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ), অঞ্জন চৌধুরি (স্কায়ার), আব্দুস সালাম (সারাইটেক্স), লিয়কত হোসেন (এম এ এস স্কায়ার গ্রুপ)।

২২) মাছরাঙ্গা টিভি: স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী।

২৩) মাই টি ভি: নাসির উদ্দিন সাথী।

২৪) যমুনা টিভি: যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল।

২৫) দিপ্ত টিভি: কাজী মিডিয়া লিমিটেডের মালিক কাজী জাহেদুল হাসান।

২৬) এশিয়ান টিভিঃ এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর রশীদের মালিকানাধীন এশিয়ান টেলিকাস্ট লিমিটেড (এশিয়ান টিভি)। এশিয়ান টিভি বড় শেয়ার কিনেছে ওয়ালটন গ্রুপ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More