৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন সদর দপ্তরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0

German BNPজার্মানি থেকে হাবীবুল্লাহ আল বাহারঃ ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেলজিয়াম শাখার উদ্দেগে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানা গেছে। বর্হিবিশ্বে সরকার বিরুধী আন্দোলন বেগমান করতে এবং ৫ই জানুয়ারীর একতরফা নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রনকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করার প্রতিবাদে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমদ সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশকে সুন্দর ও সাফল্যমন্ডিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপি এবং এর অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্রাসেলসের এই বিক্ষোভ সমাবেশে যোগ দিবেন বলে তাঁরা জানিয়েছেন। জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সাথে কথা বলে জানা গেছে, তাঁর নেতৃত্বে বার্লিন ফ্রাঙ্কফুর্টসহ জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্রাসেলসের সমাবেশে যোগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সমাবেশ শেষে বিকাল ৪ টায় গত ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে ক্ষমতাশীন দলের কেন্দ্র দখল, ভোট ডাকাতি এবং কারচুপি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে বিদেশী ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত থাকবেন বলে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন। বিক্ষোভ সমাবেশ ও সাংবাদিক সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির নেতৃবৃন্দ কে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More