ঝুলিতে আলিয়ার সবে দুটো হিট৷ তবে দুই ছবিতেই অভিনয়ের জন্য আলাদা নজর কেড়েছেন মহেশ ভাট কন্যা আলিয়া৷ কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘টু স্টেটস’৷ অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে আলিয়া আপাতত বলিউড গুঞ্জনের কেন্দ্রে৷ নিন্দুকেরা বলে বেড়াচ্ছেন অর্জুনের সঙ্গে নাকি প্রেম জমে উঠেছে আলিয়ার৷ কিছু লোক তো বলেই চলেছে মহেশ ভাট নাকি রাজি, সুযোগ পেলেই নাকি অর্জুনের হাতে তুলে দেবেন মেয়ে আলিয়াকে! তবে সব গুঞ্জনে ইতি ফেলে আলিয়া নিজেই জানালেন ‘বাবা আমার বিয়ে দেবে না৷’ আলিয়ার মুখে এই কথা শুনে হতবাক সব্বাই! এ আবার কেমন বাবা?
সম্প্রতি ‘টু স্টেটস’ ছবির প্রোমোশনে শহর কলকাতায় এসেছিলেন আলিয়া ভাট ও অর্জুন কাপুর৷ অর্জুনের সঙ্গে সর্ম্পক নিয়েই প্রশ্ন করতেই আলিয়ার সোজাসাপটা উত্তর, ‘ঠিক ছবির জন্য নায়কের সঙ্গে যতটা প্রেম করতে হয়, ততটাই আমি অর্জুনকে ভালবাসি৷’ আর বিয়ে নিয়ে প্রশ্ন করতেই আলিয়ার জবাব, ‘বাবা বলেছে আমাকে বিয়ে দেবে না৷ তালা দিয়ে ঘরে বন্ধ করে রেখে দেবে৷’ হাসতে হাসতে আলিয়া বলেন, ‘বাবা আমাদের খুব ভালবাসে৷ ভীষণ পজেসিভ৷ তবে বাবা আমাকে বহু সময় বলে প্রেম করতে৷’ এমনকি ছবিতে অর্জুনের সঙ্গে চুমু খাওয়া প্রসঙ্গে আলিয়া জানান, ‘বাবা এতটাই পজেসিভ যে ছবিতে অর্জুনকে চুমু খেয়েছি তা নিয়ে কিছু না বললেও, বাস্তবে যদি আমি আমার বয়ফ্রেন্ডকে সবার সামনে চুমু খাই বাবা আমাকে চড় মারবেন! ’