ভালবাসা দিবসে ভক্তদের জন্য উপহার হিসেবে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী বুশরা জাবিন। আজ সন্ধ্যায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো ‘বুশরা সিজন ওয়ান’র অন্যতম শ্রোতাপ্রিয় গান ‘তোমার ওই চোখে’র মিউজিক ভিডিও।
এটি বুশরার প্রথম অ্যালবাম ‘বুশরা সিজন ওয়ান’র চতুর্থ মিউজিক ভিডিও। সামির এম রহমানের কথা, সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটিতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। বুম ফ্যাক্টরির ব্যানারে নির্মিত গানটি গতানুগতিক ধারা থেকে কিছুটা আলাদা বলেই জানান বুশরা জাবিন।
তিনি বলেন, আমরা ট্র্যাডিশনালি গান করতে চাইনি, ব্যতিক্রমীভাবে দর্শক-শ্রোতাদের কাছে পৌছাতে চেয়েছি। ভালবাসা দিবসে সবাই যখন শুধুমাত্র ভালবাসা নিয়েই ব্যস্ত আছেন, তখন আমরা এরই মাঝে অপূর্ণ হৃদয়গুলির আকুতি তুলে আনার চেষ্টা করেছি। এটি একটি দুঃখ-ক্ষোভের গান। যারা ভালবাসার দিনে নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারছে না, কিংবা বোঝাতে পারছে না তাদের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করছি, আমার এই গানের মধ্য দিয়ে অপূর্ণ হৃদয়গুলো কিছুটা হলেও পূর্ণতার পরশ পাবে।’
Next Post