গতকাল বিনোদন প্রতিদিনে দুই বাংলার নতুন ছবি প্রসঙ্গে শাকিব বলেন শুভশ্রী-শ্রাবন্তীর ভেতরে তিনি শ্রাবন্তীকেই বেছে নেবেন। এছাড়া এই ছবিতে বাংলাদেশেরও একজন নায়িকা থাকবেন। তবে কে থাকবেন তা তিনি এখনও চূড়ান্ত করেননি। এমন ঘোষণার পরই শাকিবরে সাথে সবচেয়ে সফল জুটির নায়িকা অপু বিশ্বাস প্রতিবেদককে বললেন, ‘শাকিবের সাথে আমাকেই সবচেয়ে বেশি মানায়। অন্য কাউকে না।’ উল্লেখ্য, ২০ আগস্ট তারকাদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ শো এশিয়ান টিভি নাইট। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এশিয়ান টিভিতে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানটিতে ফ্যাশন শো, নাচ ও গানে অংশগ্রহণ করেছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। নানা আয়োজনে অংশগ্রহণ করবেন শাকিব খান, ফেরদৌস, অপু বিশ্বাস, নোবেল, মনির খান, আঁখি আলমগীর, কণা, নওশীন, তমা মির্জা, বিদ্যা সিনহা মিম, মিমো, এস ডি রুবেল, রিচি সোলায়মানসহ আরও অনেকে। দর্শকরা একইসাথে অনুষ্ঠানটি শুনতে পাবেন এশিয়ান রেডিওতে।a