জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস মাতাবে বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ড ‘জলের গান’। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫ম পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার বিকেলে সেলিম আল দীন মুক্তমঞ্চ গান গাইবে দেশের জনপ্রিয় এ ব্যান্ড দলটি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নৃবিজ্ঞান বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নৃবিজ্ঞান বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মুশফিকুর রহমান।
এছাড়া দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে, সকাল ১০টায় উদ্বোধন ও র্যালি, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা অনুষ্ঠান, পূর্ববতী কমিটির বিদায় এবং নতুন কমিটি গঠন, সিনহা অ্যান্ড ফ্রেন্ডস এর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান অ্যাপোলো, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক কাজল আহমেদ লিওন, আয়োজন সমন্বয়ক নাজিব জামান ও নুরুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।