অস্ট্রেলিয়ার আরেকটি লজ্জাজনক পরাজয়

0

autroliaআরেকটি লজ্জাজনক পরাজয়ের শিকার হলো ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ম্যাচের অর্ধেক ওভারও ব্যাট করতে পারলো না তারা। নিউজিল্যান্ডের বোল্ট-হেনরিদের কাছে বিধ্বস্ত হয়ে তাদের ইনিংস শেষ হয়ে যায় ২৪.২ ওভারেই। ৩০৮ রানের জয়ের টার্গেটে তারা করতে সমর্থ হয় ১৪৮ রান।
এই ইডেনেই গত ফেব্রুয়ারিতে ছোট স্কোরের মুখোমুখি হয়ে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। ঠিক এক বছর পর আরো বেশি সহজ জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজকের জয়টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টি ছিল ১৯৮৬ সালে এডিলেডে ২০৬ রানে।
নিউজিল্যান্ডের ইডেন পার্কে চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ওয়ানডেতে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি গুপটিল ও ম্যাক কালাম করে ১৩৪ রান। তাদের এ রানে আরেকটি বড় স্কোর যোগ করেন নিকলস (৬১ রান)। সানটনারের ৩৫ রানসহ নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ৩০৭-এ। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড, ফালকনা, মার্শ প্রত্যেকে নেন ২টি করে উইকেট। এছাড়া আরেকটি পান হ্যাস্টিংস।
এরপর ৩০৮ রানের জয়ের টার্গেটে খেলতে নামে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেট পর্যন্ত তাদের রানের সংগ্রহ ছিল খুব সামান্যই। এরপর ওয়াদে ও ফালকনার কিছু রান (যথাক্রমে ৩৭ ও ৩৬) করতে পারলেও তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানেই। নিউজিল্যান্ডের বোল্ট ও হ্যানরি তুলে নেয় ৩টি করে উইকেট। স্যান্টনার ২টি এবং মিলনে ও অ্যান্ডারসন ১টি করে উইকেট পান।
এ জয়ের মাধ্যমে ৩-ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। পরবর্তী ম্যাচ দু’টি হবে যথাক্রমে ৬ ও ৮ ফেব্রুয়ারি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More