অস্ট্রেলিয়া দলে পুরোটাই চমক

0

 astroliaবড় সব আসরকে সামনে রেখে বরাবরই চমক উপহার দিয়ে আসছে অস্ট্রেলিয়া। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম হলো না একেবারেই।

বরং সবার চোখ উল্টে গেলো ঘোষিত দলটিতে থাকা নামগুলো দেখে। আপনি যদি অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটের সাথে তেমনভাবে পরিচিত হয়ে না থাকেন, তবে নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি নামগুলি আপনার অপরিচিতই থেকে যাবে। আর চমকাবেন দলে ফিরে আসা খেলোয়াড়দের দেখলেও।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ১৭ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক কমিটির ঘোষণা করা দলে ডাক পেয়েছেন দুই -নতুন মুখ ক্রিস লিন এবং অ্যান্ড্রু টাই। ওয়ানডে ও টেস্ট দলের ক্যাপ্টেন স্টিভ স্মিথ দলে থাকলেও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ওপেনার অ্যারন ফিঞ্চের ওপর।
লিন ও টাইয়ের মত আনক্যাপড ছাড়াও ফিঞ্চের তারূণ্যনির্ভর এই দলে রয়েছেন ট্রভিস হেড, স্কট বোল্যান্ড, ক্যামেরন বয়েসের মতো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করা সব খেলোয়াড়

আরো ছোট একটি চমক হলো দলে ফিরেছেন পেসার শন টেইট ও অলরাউন্ডার শেন ওয়াটসন। দীর্ঘ ৫ বছর পর দলে জায়গা পেলেন টেইট। এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন জন হেস্টিংস, নাথান লিওন এবং কেন রিচার্ডসন। তবে দলে জায়গা হয়নি জর্জ বেইলি এবং মিশেল মার্শের।

ইনজুরির জন্য দলে নেই মিশেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। নির্বাচকরা অবশ্য বলে রেখেছেন, যারা বাদ পড়েছেন, তাদের দলে ঢোকার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি।

অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হেস্টিংস, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লিঁও, ক্রিস লিন, ট্রাভিস হেড, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, স্কট বোল্যান্ড, শন টেইট।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More