বিদেশি লিগে মুস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা যেন শেষই হচ্ছে না। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার খেলার বিষয়ে সবুজ সংকেত মিললেও বিকেলে পট পরিবর্তন। আইপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাবেন না এই কাটার স্পেশালিস্ট।
মঙ্গলবার বিকেলে এমনটাই বললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বেক্সিমকো কার্যালয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বাম কাঁধে আঘাত পায় মুস্তাফিজ। বর্তমানে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলা হবে না। বিসিবি থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হবে না’।
যদিও এর আগে সকালে বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুসের কথায় স্বস্তি মিলেছিল মুস্তাফিজ ভক্তদের। তিনি বলেছিলেন, যেহেতু টি-২০ বিশ্বকাপের পর আইপিএল, সেহেতু সেখানে মুস্তাফিজের খেলতে বিসিবির কোন আপত্তি নেই।
আগামী মাসের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পিএসএল। এরপর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের জমকালো আসর। তারপর ক্রিকেটের ঘরোয়া প্রতিযোগিতার সবচেয়ে ব্যয়বহুল প্রতিযোগিতা আইপিএল। এখন দেখার বিষয় কি বলেন মুস্তাফিজুর রহমান।