চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আর সেজন্যই চলতি সপ্তাহে আইপিএলের সেরা খেলোয়ার হিসেবে তাকে নির্বাচিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস।
পয়েন্ট তালিকায় সেরা চারে উঠতে টানা জয় দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদের। গত সপ্তাহে সবকটি ম্যাচেই জয় পেয়েছে ক্লাবটি। তাতে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ।
শুক্রবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটের ডোয়াইন স্মিথ ও সুরেশ রায়নাকে ৫ ওভারের মধ্যে বিদায় করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভুবনেশ্বর কুমার। কিন্তু ৫ উইকেটে গুজরাটকে হারানো ম্যাচটিতে অনেক অবদান রাখেন মুস্তাফিজও। ৪ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট পান দ্য ফিজ।
পরে রবিবার মুম্বাই’র বিপক্ষেও দারুণ বল করেন মুস্তাফিজ। তিন ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। যদিও নেহরা তিন ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। তবে পুরো সপ্তাহের বিবেচনায় সবাইকে পেছনে ফেলেন তিনি।